নরসিংদীতে ‘মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম’ পরিচালিত মানবতার হোটেলে এক বেলা খাবার খেতে ভিড় জমিয়েছেন পথচারী, দুঃস্থসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংগঠনটির পক্ষ থেকে বুধবার দুপুরে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ফুলতলা এলাকায় এই আয়োজন করা হয়।
এর আগে গত ডিসেম্বর মাসে শুরু হয় মানবতার হোটেলের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় প্রতিমাসের ১ তারিখে এই আয়োজন করা হয় বলে জানান স্বেচ্ছাসেবীরা।
মাধবদীতে বিজয় মঞ্চ-৭১ থেকে শুরু হওয়া বিনামূল্যে এই আয়োজনের দ্বিতীয় হোটেলটি ছিল ঢাকা-সিলেট মহাসড়কের ব্যস্ততম বাসস্ট্যান্ড পাঁচদোনা মোড়ে। বুধবার আগের মতো শত শত মানুষ এক বেলা খাবার খেতে আসেন অনুষ্ঠানের প্যান্ডেলস্থলে।
আরমান নামে এক দিনমজুর বলেন, ‘দুপুরে হোটেলে খাওয়ার চিন্তা করছিলাম। রাস্তায় এসেই দেখি খাবারের বিশাল আয়োজন। মনে করছিলাম এটা বিয়ে বাড়ি, পরে দেখি এটা মানবতার হোটেল। পেটভরে খাবার খেয়ে এখন আবার কাজে যাচ্ছি, দোয়া রইল তাদের জন্য।’
এই আয়োজনের পাশেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের তম্ময়, আরিফ, অনামিকাসহ সব শিক্ষার্থীরা দুপুরের খাবার খেয়েছেন বলে জানান।
মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক সেবা দিয়ে দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছে। ফোরামের উদ্যোগে অসহায় খেটে খাওয়া পরিবারকে ঘর নির্মাণ করে দেয়াসহ নগদ অর্থ প্রদান এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। তারই ধারাবাহিকতায় নতুন একটি উদ্যোগ হলো মানবতার হোটেল।’
তিনি আরও বলেন, ‘প্রতি মাসের শুরুতেই এক বেলা খাবার বিতরণ করা হয় মানবতার হোটেলের আয়োজনে। এখানে অসহায় দুঃস্থ মানুষদের চিন্তা করে এমন আয়োজন করা হয় না, সবার জন্য এই খাবারের আয়োজন করা হয়। আমাদের খাবার খেতে আসেন সব শ্রেণি পেশার মানুষ তা দেখে মন ভরে যায়।’
বিশিষ্ট শিল্পপতি নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) পরিচালক ও মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমান সভাপতিত্বে এই কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বাবুরহাট গ্রিনফিল্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের উপদেষ্টা আলহাজ্ব মো. ইসমাইল ভূঞা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার এবং সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, হাজী মফিজ উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এমদাদুল হক, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, জামাল হোসেন মোল্লা, রাফিসহ ফোরামের কর্মকর্তারা ।